আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল - Southeast Asia Journal

আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের রোয়াংছড়িতে দলীয় নেতা হত্যার ঘটনায় জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী বলেন, “আমাদের দলের নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচারের দাবিতে আগামীকাল (মঙ্গলবার) অর্ধদিবস হরতাল পালন করবো।”

প্রসঙ্গত, সোমবার দুপুরে দেড়টার দিকে রোয়াংছড়ি থেকে মোটরসাইকেলে বান্দরবান সদরে যাবার পথে শামুকঝিরির আলেক্ষ্যং রাস্তার মোড়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে (৫০) হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা গুলিবিদ্ধ মং মং থোয়াইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।