বান্দরবানের রোয়াংছড়িতে আওয়ামীলীগের ডাকে অর্ধদিবস হরতাল চলছে - Southeast Asia Journal

বান্দরবানের রোয়াংছড়িতে আওয়ামীলীগের ডাকে অর্ধদিবস হরতাল চলছে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংমং থোয়াই মারমা (৫০) কে গুলি করে হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল চলছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অর্ধদিবস হরতালের কর্মসূচি চলবে বলে দলীয় সূত্র জানিয়েছে। হরতালের কারনে সকাল থেকে বান্দরবান সদর হতে রোয়াংছড়ি উদ্যোশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোয়াংছড়ি বাজারের সরকারী প্রতিষ্ঠান ও সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে উপজেলার বিভিন্ন পেয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে জেলা সদরের শামুকঝিরি এলাকায় মং মং থোয়াইকে গুলি করে হত্যা করে উপজাতি সন্ত্রাসীরা।