খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, পানছড়ি উপজেলা শাখার নেতা-কর্মীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

সোমবার (২২ জুলাই ২০১৯) খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি রুকেন ত্রিপুরা (অমল)’র নিকট শিক্ষা উপকরণ তুলে জোন লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন।

এসময় শিক্ষা উপকরণ পেয়ে ত্রিপুরা স্টুডেন্টস্‌ ফোরাম এর আহব্বায়কসহ অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহয়তা কামনা করেছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।