ইউপি সদস্যাকে মারধরের ঘটনায় থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে ফের হুমকি! - Southeast Asia Journal

ইউপি সদস্যাকে মারধরের ঘটনায় থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে ফের হুমকি!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গত ১৯ জুলাই সদর ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যাকে প্রসীত পন্থি ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক মারধরের ঘটনায় ইউপি সদস্যা বাপ্পী রাণী বাদী হয়ে ৮ জনকে আসামী করে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

২২ জুলাই সোমবার রাতে লক্ষ্মীছড়ি থানায় হাজির হয়ে উক্ত মামলাটি দায়ের করেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯ জুলাই বাপ্পী রাণীকে তার স্বামীর সহযোগিতায় ইউপিডিএফ নেতা আফ্রুশি মার্মাসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী বেদম মারধর করে এবং উক্ত ঘটনা কাউকে বললে প্রাণননাশের হুমকিও দেয় সন্ত্রাসীরা।

এদিকে গতরাততে মামলা দায়ের করার পর প্রসীত পন্থি ইউপিডিএফের সন্ত্রাসীরা বাদীর বাড়িতে এসে মামলা প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে, এছাড়া মামলা প্রত্যাহার না করলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এবং মেরে ফেলা হবে মর্মেও হুমকি দেয়া হয়। হুমকির পরপরই বাদীর মা আবারো আজ (২৩ জুলাই) সকালে লক্ষ্মীছড়ি থানায় এসে হুমকি দেওয়ার ব্যাপারে পুলিশকে অবগত করেন বলে জানা যায়।

মামলা ও মামলা পরবর্তী হুমকি প্রদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার ওসি মোঃ আব্দুল জব্বার জানিয়েছেন, ঘটনাটি তাদের পারিবারিক বিষয়, মামলার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হুমকি দেওয়ার ঘটনা জানার পর সকালেও আবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।