বান্দরবানে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষে বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৫ জানুয়ারি) আলীকদম জোনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র ও অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম।

এসময় তিনি বলেন, অসহায় ও দুস্থদের মাঝে চলমান আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া অধিনস্ত এলাকায় মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণও অব্যাহত রাখা হবে।

এদিন আলীকদম জোনের পক্ষ হতে মোট ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পাশাপাশি হতদরিদ্র এক শিক্ষার্থীকে পড়ার টেবিল-চেয়ার প্রদান করা হয়। এছাড়া, বিভিন্ন স্কুল, কলেজ. মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স এর ছাত্র-ছাত্রীদের খাবারের বিলসহ সর্বমোট দুই লক্ষ বায়ান্ন হাজার তিনশত বায়ান্ন টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

একই সময়ে জোন আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় অসহায় ও দুস্থ ১৫০টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র ও অনুদান বিতরণ অনুষ্ঠানে জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।