সশস্ত্র গোষ্ঠীর হামলায় মণিপুরে পুলিশের কমান্ডো নিহত - Southeast Asia Journal

সশস্ত্র গোষ্ঠীর হামলায় মণিপুরে পুলিশের কমান্ডো নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় পুলিশের এক কমান্ডো নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত চারটার দিকে দক্ষিণ–পূর্ব মণিপুরের মোরের একটি মন্দিরের কাছে এই হামলা চালানো হয়।

মণিপুরের সংবাদমাধ্যম জানিয়েছে, ঘুমের মধ্যে ওই কমান্ডো বাহিনীর পোস্টে অতর্কিত হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। ঘটনাস্থল থেকে মাত্র ২০ মিটার উত্তরে আসাম রাইফেলস এবং ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন অবস্থান করছিল। সেনাবাহিনী পোস্টটি রক্ষা করেছে। তবে হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সেনাবাহিনীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, যৌথ বাহিনীর পোস্টে পরপর দুটি হামলা হয়েছে। প্রথম দফায় ভোর চারটায়, এরপর সোয়া পাঁচটা নাগাদ। সশস্ত্র গোষ্ঠী পার্শ্ববর্তী চিকিম গ্রামের পাহাড়ের চূড়া থেকে আরপিজি ব্যবহার করে ও গুলি চালায়।

গত শুক্রবার মণিপুরের বিষ্ণুপুর জেলায় তিনজন স্থানীয় ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মণিপুরে গত বছরের মে মাস থেকে চলা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।