কানাডার প্রধানমন্ত্রী নির্বাচনে বিদেশি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে ভারত
নিউজ ডেস্ক
কানাডার আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচনে ‘বিদেশি হুমকি’ হিসেবে বিবেচিত হচ্ছে ভারত। দেশটির অভিযোগ, ভারত তাদের নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপ করতে পারে। তবে কানাডার নতুন অভিযোগের বিষয়ে ভারত সরকার এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের একটি ডিক্লাসিফাইড ইন্টেলিজেন্স রিপোর্টে ভারতকে ‘বিদেশি হুমকি’ হিসেবে উল্লেখ করে কানাডার আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচনে ভারত তাদের নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপ করতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
গত বছর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে ঘটে যাওয়া হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করেন। এরপর বিষয়টি নিয়ে বহু জলঘোলা হয় এবং ২ দেশের সম্পর্কের অবনতি ঘটে। শেষ পর্যন্ত এই অভিযোগ অস্বীকার করে ভারত। এর জের ধরেই এবার আসন্ন নির্বাচনে ভারতকে ‘বিদেশি হুমকি’ হিসেবে দেখছে কানাডা।
এই প্রথম কানাডা ভারতকে নির্বাচনে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করেছে। এর আগে কানাডার এমন অভিযোগের মুখোমুখি হয়েছে চীন ও রাশিয়া।