লংগদুতে বিজিবির অভিযানে ২ জেএসএস (সন্তু) চাঁদাবাজ আটক
 
নিউজ ডেস্কঃ
রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে ২ জেএসএস (সন্তু) চাঁদাবাজ আটকের খবর পাওয়া গেছে।
শনিবার (২৭) জুলাই রাতে লংগদু থানা সূত্রে জানা গেছে উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজানগর ৩৭ জোনের জওয়ানরা অভিযান চালিয়ে নগদ টাকাসহ সন্তু গ্রুফের পিসিজেএসএস’র ২চাঁদাবাজকে আটক করেছে।
আটককৃতরা হলেন, জেলার বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বিল্লাছড়া গ্রামের সুমতি চাকমার ছেলে চয়ন মণি চাকমা (৩৫) এবং একই এলাকার জান্নিমহন চাকমার ছেলে বিষন্ন চাকমা (৩৮)। এসময় তাদের কাছ থেকে ৫৯ হাজার ৫০০টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়- শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস’র চয়ন ও বিষন্ন নামের দু’জন চাঁদাবাজকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লংগদু থানায় হস্তান্তর করা হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
