খাগড়াছড়িতে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজসহ চাকমা সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজসহ চাকমা সন্ত্রাসী আটক

খাগড়াছড়িতে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজসহ চাকমা সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ দারাছ চন্দ্র চাকমা (২২) নামের এক উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ।

গত শুক্রবার (১ মার্চ) ১নং গুইমারা ইউপির ৬ নং ওয়ার্ডের ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, রাত সাড়ে আটটার দিকে এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঞার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী দারাছ চন্দ্র চাকমার হাতে থাকা ব্যাগের ভিতরে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

আটককৃত আদারাছ চন্দ্র চাকমা মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চাকমা পাড়ার রাঙ্গা মনি চাকমার ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে। গুইমারা থানায় মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।