ঈদ-বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা - Southeast Asia Journal

ঈদ-বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

ঈদ-বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ঈদুল ফিতর ও বৈসাবি উপলক্ষে ২ শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

সোমবার দুপুরে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দুর্গম জনপদের পাঁচ শতাদিক মানুষ পেল চিকিৎসা সহায়তা।

মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

ঈদ-বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

আয়োজকরা জানান, এবার ঈদুল ফিতর ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম উৎসব বৈসাবি একই সাথে হওয়ায় সুবিধা বঞ্চিত পরিবার গুলো যাতে একটু খুশিতে উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে এ আয়োজন। আগামীতেও যেকোন উৎসবে সেনাবাহিনী মানুষের পাশে থাকবে বলেও জানানো হয়।

মানবিক সহায়তার মাঝে ছিল খাদ্য সহায়তা, পাঞ্জাবি, শাড়ি, পিনন-হাদি। এ ছাড়া সোলার প্যানেল, সেলাই মেশিন, ডেউটিন, আর্থিক সহায়তাসহ বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

ঈদ-বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলমসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।