বান্দরবানের রোয়াংছড়িতে বিধবা নারীকে শ্লীলতাহানির চেষ্টা, তঞ্চঙ্গ্যা যুবক গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়িতে বিধবা নারীকে শ্লীলতাহানির চেষ্টা, তঞ্চঙ্গ্যা যুবক গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়িতে বিধবা নারীকে শ্লীলতাহানির চেষ্টা, তঞ্চঙ্গ্যা যুবক গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় নিজ ঘরে থাকা এক বিধবা নারীকে রাতে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে রুপম কান্তি তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলেক্ষ্যং ইউনিয়নের নাতিং ঝিরি পূর্ণবাসন পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ভুক্তভোগী নারীর স্বামী অস্বাভাবিকভাবে মারা যান। এরপর থেকে তিনি তার শ্বাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে নাতিং ঝিরি এলাকায় বসবাস করে আসছিলেন। এই একা বসবাসের সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত রুপম কান্তি তঞ্চঙ্গ্যা রাতের আঁধারে ওই নারীর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি আঁচ করতে পেরে নারী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে ধরে ফেলেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

রোয়াংছড়ি থানার পুলিশ জানায়, ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত রুপম কান্তি তঞ্চঙ্গ্যাকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও আইন প্রয়োগের কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed