কোমল পানীয়ের বোতলে ইয়াবা, আটক-১ - Southeast Asia Journal

কোমল পানীয়ের বোতলে ইয়াবা, আটক-১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক:

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টেন তল্লাশী চালিয়ে প্রাণ কোম্পানীর লাচ্চির বোতলের ভেতর থেকে ৮৪০০পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম নামের এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত নারী টেকনাফ নয়াপাড়া এলাকার মোঃ ইসমাঈলের স্ত্রী।

শনিবার (৩রা জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার হোসেন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা যাত্রীবাহী গাড়ী থেকে ২৫লাখ টাকার মূল্যের উক্ত ইয়াবাসহ নারী পাচারকারীকে আটক করেছে। আটককৃত মালামাল ও আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে।