উপজেলা চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি, প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ - Southeast Asia Journal

উপজেলা চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি, প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমানের কাছে চাঁদা দাবি ও উপজাতি আঞ্চলিক সন্ত্রাসী কর্তৃক প্রাণ নাশের হুমকির প্রতিবাদে জেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি।

রবিবার (৪ঠা আগষ্ট) শহরের পৌরসভা প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম উদ্দীনসহ সমিতির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো প্রতিনিয়ত হুমকির মাধ্যমে চাঁদাবাজি করে আসছে। যারা শ্রমিক অটোরিক্সা চালক আছে সবাই পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন কর্তৃক জিম্মি। সন্ধ্যার পর শহরের বেশকিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, অন্ধকার নামার পর উক্ত এলাকাগুলোতে নিরাপদে যাত্রী পরিবহণ করাও কঠিন হয়ে পড়ে।

এসময় বক্তারা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদুরজ্জামান মহসীন রোমানকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন কর্তৃক চাঁদার দাবীতে প্রাণ নাশের হুমকী প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির পক্ষ হতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও সমাবেশে হুঁশিয়ারি প্রদান করা হয়।