ঢাকা সেনানিবাসে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
চার দিনব্যাপি ‘সাইফ পাওয়ারটেক বাংলা নববর্ষ কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, চার দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭৫৭ জন গলফার অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে লে. কর্নেল (অব.) মো. গোলাম মনজুর সিদ্দিকী উইনার, নিশাত বিন জিয়া রানার আপ, নিলা আজিজ লেডিস উইনার এবং মাস্টার শেখ সামির হোসেন জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।