অবৈধ অনুপ্রবেশ: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশ: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশ: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাদল মিয়া (২৮) নামে ভারতীয় এক যুবককে আটক করে বিজিবি।

পরে ওই যুবককে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মামলা হওয়ায় রবিবার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত যুবকের বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ি নয়ারহাট গ্রামের। তিনি হলেন ওই গ্রামের জাহেদুল মিঞার ছেলে মো. বাদল মিঞা।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার সময় উপজেলার বালারহাট বাজারে গরুর হাটেতে সন্ধ্যার পর বাংলাদেশিদের সহযোগিতায় ঘোরাফেরা করেন। এ সময় বালারহাট বিজিবি’র সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। সে ফুলবাড়ী সীমান্তের বালাতারী গ্রামের আন্তর্জাতিক পিলার ৯৩১ এর নিকট দিয়ে বাংলাদেশে চোরা পথে প্রবেশ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয়কে অনুপ্রবেশের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।