বিকেএসপি পরিদর্শন করলেন ফিফা ও বাফুফে প্রতিনিধি দল

বিকেএসপি পরিদর্শন করলেন ফিফা ও বাফুফে প্রতিনিধি দল

বিকেএসপি পরিদর্শন করলেন ফিফা ও বাফুফে প্রতিনিধি দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফিফা ও বাফুফের একটি প্রতিনিধি দল শনিবার বিকেএসপি পরিদর্শন করে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি প্রতিনিধি দলকে স্বাগত জানান। ফিফা রিজিওনাল টেকনিক্যাল কনসালট্যান্ট (দক্ষিণ এশিয়া) চকি নেইমা ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাফুফে ও বিকেএসপির সঙ্গে এক সভায় মিলিত হন।

আলোচনায় বিকেএসপির পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রমে ফ্লাড লাইট, ফিটনেস ট্রেইনার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললে ফিফা প্রতিনিধি ফিফা ডেভেলপমেন্ট ম্যানেজারকে অবগত করবেন বলে জানান। ফিফা প্রতিনিধি চকি নেইমা বাফুফে ও বিকেএসপিকে ফুটবলের উন্নয়নে দুইপক্ষের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বিকেএসপির পক্ষে মহাপরিচালকের সঙ্গে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান, উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী ও ফুটবল বিভাগের সিনিয়র কোচ মো. শাহিনুল হক। বাফুফের পক্ষে টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী টিটু, ডেভেলপমেন্ট কমিটির সদস্য মো. শফিউর রহমান মনি এবং বাফুফের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. সাঈদ হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন দলটি ফুটবলের উন্নয়নে বিকেএসপিতে বিদ্যমান সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।