মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে ১ বছরের জেল
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির পানছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খাগড়াছড়ি আঞ্চলিক সেলের অভিযানে ৩ জনকে গাঁজাসহ আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত কর্তৃক তাদের ১ বছরের জেল প্রদান করা হয়েছে।
৭ আগষ্ট বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খাগড়াছড়ি আঞ্চলিক সেলের সহকারি পরিচালক আব্দুলঃ হামিদের নেতৃত্বে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি টহল দল নুকুল মাষ্টার টিলা নামক এলাকায় অভিযান চালিয়ে থেকে ৩ জন মাদক সেবনকারীকে ১৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। এসময় আটককৃতদের পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তোহিদলু ইসলামের ভ্রাম্যমান আদালতে তোলা হলে আদালত তাদের মাদকদ্রব্য আইনের ধারা ৩৬/১টেবিলের কলম ১৯ এর (ক) ২০১৮ অনুযায়ী ১ বছরের সাজা প্রদান করেন।
পরে তাদের পুলিশের মাধ্যমে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, পানছড়ির তালুকদার পাড়ার প্রয়াত প্রিয় পদ বড়ুয়ার ছেলে প্রদিব বড়ুয়া(৪০), প্রয়াত খোকন বড়ুয়ার ছেলে উজিত বড়ুয়া (৩৭) ও মোল্লা পাড়ার মৃত কালু মিয়ার ছেলে মোঃ রফিক (৪০)।
