খাগড়াছড়িতে ডেঙ্গু নিধনে দিনব্যাপী ‘‘ক্রাশ প্রোগ্রাম”
![]()
নিউজ ডেস্কঃ
পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনব্যাপী চলছে ‘ক্রাশ প্রোগ্রাম” ।
বুধবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জুড়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান মোঃ শানে আলম।
এসময় এ উদ্যোগের সাথে সামিল হয় খাগড়াছড়ি জেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। একই সঙ্গে জেলার ৯ উপজেলার ৩৮ টি ইউনিয়নে এ অভিযান শুরু হয়েছে।
স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে বুধবার ও বৃহস্পতিবার খাগড়াছড়ির নয়টি উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি খাগড়াছড়ি পৌরসভার সবকটি ওয়ার্ডেও টিম ভাগ করে দিনব্যাপী চলছে ক্রাস প্রোগ্রাম চলছে।