চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দেশে আনা ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করার হয়েছে।
আজ মঙ্গলবার মধ্যরাতে (১৪ মে) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে।
সূত্র জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আরমান মিয়ার নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর হতে মালিকবিহীন ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
সূত্র আরো জানায়, জব্দকৃত এসব ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় মদগুলো জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত পূর্বক পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকায় যে কোন মাদক পাচার প্রতিরোধে বিজিবির এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
