টেকনাফে ইয়াবাসহ র্যাবের হাতে ২ রোহিঙ্গা আটক
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে মুছনি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
বুধবার (৭ আগষ্ট) রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- উপজেলার হ্নীলা ইউপির লেদা মুছনি ক্যাম্পের নুর ছালামের ছেলে আব্দুল মুন্নাফ ও একই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ।
র্যাব-১৫, টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্নাফ ও আব্দুল্লাহকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
