রাঙামাটিতে জেএসএস সন্ত্রাসীদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটিতে জেএসএস সন্ত্রাসীদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটিতে জেএসএস সন্ত্রাসীদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন- তিনক চাকমা ও ধন্যরাম চাকমা।

শনিবার (১৮ মে) সকালে লংগদু সদর ইউনিয়নের বড় হারিহাবা এলাকার মনপুতি বাজার সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

লংগদু থানার ওসি হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার রাতে ইউপিডিএফের দুই চাঁদা কালেক্টর মনপুদি বাজার এলাকায় একটি বাড়িতে অবস্থানের খবর পেয়ে প্রতিপক্ষের সদস্যরা সেখানে গিয়ে দুজনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

ওসি হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত জানা যাবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের অপর সন্ত্রাসী দল জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএস অভিযোগ অস্বীকার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।