ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার হেরোইন উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার হেরোইন উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার হেরোইন উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার একটি বিশেষ টহলদল হরিপুর সীমান্ত বেতনা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ওই স্থান দিয়ে ২ ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবি থামতে বলে। এ সময় ঘাস ভর্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ২২৫ গ্রাম ওজনের হেরোইন প্যাকেট উদ্ধার করা হয়।

অপরদিকে পরদিন বুধবার একই উপজেলার বিজিবির একটি টহলদল কাঠালডাঙ্গী মুন্নাটুলি নামের এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় চোরাকারবারি। পরে ওই ব্যাগের ভেতর ২২০ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।