বান্দরবানে কেএনএফের আরো এক সদস্য গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রোয়াংছড়ি থেকে ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় রেমথাং লিয়ান বম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২৯ মে) সন্ধ্যায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেমথাং লিয়ান বম উপজেলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
রোয়াংছড়ি থানার ওসি পারভেজ আলী জানান, রেমথাং লিয়ান বম রোয়াংছড়ি থানায় দায়ের করা ‘কেএনএফ’ সংক্রান্ত মামলার আসামী।
বৃহস্পতিবার (৩০ মে) তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) প্রিয়েল পালিত জানান, আসামী রেমথাং লিয়ান বমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানীর পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, এ নিয়ে ‘কেএনএফ’ সংশ্লিষ্টতা এবং রুমা ও থানচির ব্যাংক ডাকাতির অভিযোগে রুমা, রোয়াংছড়ি, থানচি ও বান্দরবান সদর থানার মামলায় মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন নারী সদস্য রয়েছেন।