খাগড়াছড়িতে আদিবাসী ইস্যুতে উপজাতি নেতা ও বিশ্লেষকদের অভিমত বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে আদিবাসী ইস্যুতে উপজাতি নেতা ও বিশ্লেষকদের অভিমত বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

বাংলাদেশে আদিবাসী ইস্যুকে নিয়ে সাবেক শান্তিবাহিনী প্রধান সন্তু লারমা পার্বত্য অঞ্চলকে বিভক্ত করার ষড়যন্ত্র করছেন বলে দাবি করে, আদিবাসী বিষয় নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন গণমাধ্যম ও সেমিনারে উপজাতি নেতা ও বিশ্লেষকদের অভিমত নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে একটি প্রামান্যচিত্র প্রদর্শন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।

সন্ধ্যায় (৯ আগষ্ট) জেলা শহরের মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে, সরকার কর্তৃৃক আদিবাসী শব্দ পরিহার ও বাংলাদেশে আদিবাসী নেই মর্মে প্রজ্ঞাপন জারির বিষয়ে আলোকপাত করা সহ বিভিন্ন সময়ে বান্দরবানের প্রয়াত বোমাং সার্কেল চীফ অং শৈ প্রু চৌধুরী, কর্ণেল (অব:) কীর্তি রঞ্জন চাকমা ও বিশিষ্ট চাকমা গবেষক সুপ্রিয় চাকমা কর্তৃক প্রদত্ত বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। বক্তব্যে তারা বলেন, মূলত মায়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়েই চাকমা-মারমা বা অন্যান্য ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর লোকেরা পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নিয়েছে।

এসময় অস্ত্র সমর্পনের মধ্যে দিয়ে সন্তু লারমা সরকারের সাথে ১৯৯৭ সালে চুক্তি করলেও চুক্তি ভঙ্গ করে এখনো সন্তু লারমা কর্তৃক সশস্ত্র সন্ত্রাসীবাহিনী পরিচালনার একটি ভিডিও প্রদর্শন করানো হয়। যেখানে বেসরকারী একটি টিভি চ্যানেলের সাথে সন্তু লারমা নিজেই স্বীকার করেন, চুক্তি করলেও তিনি অদ্যাবধি সশস্ত্র গ্রুপ পরিচালনা করছেন।

প্রদর্শনী অনুষ্ঠানে পিবিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিঃ আব্দুল মজিদ ছাড়াও জেলা সভাপতি আসাদুল্লাহ আসাদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন কায়েশসহ নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আদিবাসী ইস্যুতে উপজাতি নেতা ও বিশ্লেষকদের অভিমত বিষয়ক প্রামান্যচিত্রঃ

You may have missed