রাঙামাটিতে অজ্ঞাত লাশ উদ্ধার - Southeast Asia Journal

রাঙামাটিতে অজ্ঞাত লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙামাটি পার্বত্য জেলা শহরের কল্যাণপুর জ্বালানি ডিপোর পাশে একটি আসবাবপত্রের দোকানের পেছনে পড়ে থাকা একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে উদ্ধারকৃত লাশের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি তবে নিহত ব্যক্তি উপজাতি সম্প্রদায়ের। তাকে শারীরিক নির্যাতনে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

জানা যায়, ওই এলাকায় জঙ্গলে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় জানাসহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

You may have missed