বাঘাইছড়িতে জেএসএস (সংস্কার)'র ২ নেতাকে গুলি করে হত্যা - Southeast Asia Journal

বাঘাইছড়িতে জেএসএস (সংস্কার)’র ২ নেতাকে গুলি করে হত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন যুব সমিতির দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন- যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা (৩৫) ও বাঘাইছড়ি উপজেলা শাখার নেতা এনো চাকমা (৩০)।

রোববার (১২ আগষ্ট) প্রায় মধ্যরাতে সদরের বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশের বাসায় তাদের উপর হামলা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর জানিয়েছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে এবং দুইজন নিহত হয়েছেন বলে তারা জেনেছেন।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্ঞান চাকমা হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে সংগঠনের কোনো দায়িত্বশীল নেতার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল বাবুপাড়া জেএসএসের (এমএন লারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সাথে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ২০০৯ সালে গঠিত সংগঠনটির বিরোধ চলছিল।