খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যােগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১জুন ) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জকর্মকর্তা মোঃ আতাউর রহমান, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ, মাটিরাঙ্গা বাজার কমিটির সভাপতি মোঃ এরশাদুজ্জামান, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।