রাঙ্গামাটিতে অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেললার কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় গরীব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল থেকে কাপ্তাই জোন সদরের নবনির্মিত এম আই রুমে এ সেবা দেওয়া হয়।
এসময় কাপ্তাই জোনের অধিনায়ক (ভারপ্রাপ্ত ) মেজর ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।
জানা যায়, কাপ্তাই সেনা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন জামিল মো. আশিক রিয়াদের নেতৃত্বে একটি মেডিকেল টিম স্থানীয় অসহায় অসুস্থ রোগীদের মধ্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
মেজর ফয়েজ আহমদ বলেন, কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।