ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হওয়ায় শেরপুরে মিষ্টি বিতরণ

ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হওয়ায় শেরপুরে মিষ্টি বিতরণ

ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হওয়ায় শেরপুরে মিষ্টি বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শেরপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় শেরপুরে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শেরপুর পৌরসভার আয়োজনে শহরের বটতলাস্থ পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের পৌর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে আনন্দ মিছিলে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, ওয়াকার-উজ-জামান শেরপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার দাদা খান বাহাদুর ফজলুর রহমান অবিভক্ত বাংলার চিফ হুইপ ছিলেন। তার নামে শেরপুরের সরকারি গণগ্রন্থাগারের নামকরণ করা হয়েছে। শেরপুর একটি অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদ। এরকম একটি জেলা থেকে ওয়াকার-উজ-জামানের মতো একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়ায় শেরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, মঙ্গলবার শেরপুর জেলার কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ওয়াকার-উজ-জামান বর্তমানে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের (সিজিএস) দায়িত্ব পালন করছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন ২০২৪ তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীসমূহে প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।