শান্তিরক্ষা কন্টিনজেন্ট সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
পাশাপাশি দেশ ও বাহিনীর সুনাম বয়ে আনতেও নির্দেশ দেন। বিমান বাহিনী সদরদপ্তরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২৫ জন সদস্য প্রতিস্থাপন হতে যাচ্ছে।
পরে, তিনি মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমডোর মোহাম্মদ মাহফুজ উদ্দীন। আগামী ১৭ জুন নতুন কন্টিনজেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে যাত্রা করবে।