রাঙামাটির নানিয়ারচরে অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো সেনাবাহিনী

রাঙামাটির নানিয়ারচরে অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো সেনাবাহিনী

রাঙামাটির নানিয়ারচরে অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির নানিয়ারচরে গরীব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মো. জমির আলমের মেয়ে মেধাবী শিক্ষার্থী আফসানা আক্তারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার সকালে ‘’সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় দরিদ্র শিক্ষার্থী আফসানা আক্তারের কলেজ ভর্তি ফি, ড্রেস এবং আনুষঙ্গিক শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিজ হাতে এসব সহায়তা প্রদান করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল তামজিদুর রহমান চৌধুরী।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

এদিকে সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।