বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন সেনাপ্রধান।
মোনাজাত শেষে সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন তিনি।
এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।