মানিকছড়িতে ছিনতাইয়ের অভিযোগে ৩ উপজাতি যুবক আটক - Southeast Asia Journal

মানিকছড়িতে ছিনতাইয়ের অভিযোগে ৩ উপজাতি যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে ছিনতাইয়ের অভিযোগে ৩ উপজাতি যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে বিশেষ অভিযানে রাংঙ্গাপানির লাব্রেচাই মারমার ছেলে মংহ্লাচিং(২০), কোলাঅং মারমার ছেলে অংক্যচিং মারমা(২২), রেদাউ মারমার ছেলে চাইলাউ মারমা (২০)কে আটক করা হয়।

জানা যায়, মানিকছড়ির মহামুনি এলাকায় গত ১১ আগষ্ট রাত ১১টার দিকে একদল ছিনতাইকারী মো. ছিদ্দিকুর রহমান নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা, ৭টি মোবাইল ও একটি স্ক্যানার ছিনতাই করে। অভিযোগের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক কাজী মো.শাহ নেওয়াজের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে মানিকছড়ি এলাকা থেকে ২ জন ছিনতাইকারীকে আটক করে এবং পরে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে মাটিরাঙ্গা থেকে আরো এক জনকে আটক করে পুলিশ। এসময় ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে ব্যবসায়ী মো: ছিদ্দিকুর রহমান বাদী হয়ে মামলা রুজু করেছেন।