গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) সকাল ১১টার দিকে ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা ও সাধারন সম্পাদক চন্দন কুমার দে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আজম।

ত্রি-বার্ষিক সম্মেলনেন দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে জ্ঞান রঞ্জন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক পদে কংচাই মারমা বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।