সিলেটে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সিলেটে অবৈধ পথে আসা ৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকা থেকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ৫৮ বস্তা চিনিসহ দুজনকে আটক করে।
আটকরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে আব্দুল হামিদ (৩১) ও বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালিক (২৪)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার খাসদবির এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’