বান্দরবানে কেএনএফ’র আরও ৫ সহযোগী গ্রেফতার

বান্দরবানে কেএনএফ’র আরও ৫ সহযোগী গ্রেফতার

বান্দরবানে কেএনএফ’র আরও ৫ সহযোগী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ’র আরও ৫ সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১২ জুলাই) রুমা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সকলই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার সকালে রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ’র ৫ সহযোগীকে গ্রেফতার করে। পরে বিকেলে গ্রেফতার আসামিদের বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে তোলা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, কেএনএফ সন্ত্রাসীদের ধরতে বান্দরবানে চলমান যৌথ অভিযানে এ পর্যন্ত ১১৬ কেএনএফ সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।