পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৯০০ সালের শাসন বিধি (হিলট্রাক্ট ম্যানুয়েল) বাতিলের দাবিতে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বাণিজ্য নগরীর এশিয়ান এস আর হোটেল কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মো. আলমগীর কবিরের সঞ্চালনায় পিসিএনপির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. ইউনুসসহ আরো অনেকে।

বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন পিসিএনপির লিগ্যাল এইট কমিটির আহবায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার। এছাড়াও পিসিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।