সুদানে বিদ্রোহীদের ড্রোন হামলায় নিহত পাঁচ
নিউজ ডেস্ক
সুদানে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে হামলা থেকে শীর্ষ কমান্ডার বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
দেশটির পূর্বাঞ্চলে গত মঙ্গলবার (৩০ জুলাই) একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ড্রোন হামলা থেকে বেঁচে যান শীর্ষ কমান্ডার জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান।
বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, অনুষ্ঠান শেষে পূর্ব সুদানের গেবেইত শহরে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
সামরিক বাহিনীর মুখপাত্রের কার্যালয় থেকে লেফটেন্যান্ট কর্নেল হাসান ইব্রাহিম জানিয়েছেন, হামলায় বুরহান কোনো রকম আঘাত পাননি।
সুদানে এক বছরেরও বেশি সময় ধরে সামরিক বাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ চলছে।
রাজধানী খার্তুমে যুদ্ধ চলার কারণে লোহিত সাগরের উপকূলের কাছে পূর্ব সুদান থেকে মূলত সামরিক নেতৃত্ব পরিচালিত হচ্ছে।
সুদানের শীর্ষ কমান্ডারকে হত্যাচেষ্টার প্রায় এক সপ্তাহ আগে আধাসামরিক বাহিনীর নেতা বলেছিলেন, তিনি আগামী মাসে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।