খাগড়াছড়িতে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মাটিরাঙ্গা জোনে মতবি‌নিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মাটিরাঙ্গা জোনে মতবি‌নিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মাটিরাঙ্গা জোনে মতবি‌নিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গাসহ আওতাধীন এলাকার বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পর্যালোচনা ও স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন।

আজ রবিবার (১১ আগষ্ট) সকালে জোন সদরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান।

সভায় বিএন‌পি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও ইসলামী আ‌ন্দোল‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন। এসময় জোন অধিনায়ক ম‌নোযোগ সহকা‌রে সকলের কথা শোনেন।

পরে, বিরাজমান প্রেক্ষাপ‌টে সাম্প্রদা‌য়িক সম্প্রীতি বজায় রে‌খে সবাইকে অপ্রী‌তিকর ঘটনা রো‌ধে মি‌লে মি‌শে দে‌শের জন্য কাজ করার আহবান জানিয়ে জোন অধিনায়ক বলেন, প্রতি‌হিংসার রাজনী‌তি কখ‌নো ভা‌লো ফল ব‌য়ে আ‌নে না।

প্রায় ২ ঘণ্টাব্যাপী পৃথক মতবিনিময় সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চলমান পরিস্থিতিতে সেনাবা‌হিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে এলাকার প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখ‌তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনা জো‌নের প্রতি অনু‌রোধ জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।