খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থদের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন অনুদান প্রদান করেছে বিজিবির যামীনিপাড়া জোন (২৩ বিজিবি)। সোমবার (১২ আগস্ট) সকালে জোন সদরে এ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির।
মানবিক সহায়তার মধ্যে আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী, ধর্মীয় প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও সিলিং ফ্যান, শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ সামগ্রী ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে বই ও নগদ অর্থ প্রদান এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন প্রদান করা হয়েছে।
এছাড়াও ৫টি মাদ্রাসায় চাল প্রদান সহ ৫৫৮ জন পাহাড়ি এবং ৪২০ জন বাঙালিসহ ৯৭৮ জন উপকারভোগীর মাঝে সর্বমোট ১ লাখ ৫৯ হাজার ৭০০ টাকার অনুদান প্রদান করা হয়।
এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩-বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামীতে ও এধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।