টেকনাফে পরিত্যক্ত বাড়িতে মিলল এক কেজি ৭৯৩ গ্রাম আইস
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির নাইট্যংপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বস্তি বাড়িতে মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এমন তথ্যে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারী পালিয়ে যায়। পরে তল্লাশি করে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, চোরাকারবারীদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
