জাপানে ঘূর্ণিঝড় আতঙ্কে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ

জাপানে ঘূর্ণিঝড় আতঙ্কে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ

জাপানে ঘূর্ণিঝড় আতঙ্কে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাপানের পূর্বাঞ্চলের কাছ দিয়ে ‘খুবই শক্তিশালী’ ঘূর্ণিঝড় বয়ে চলেছে। ফলে শুক্রবার (১৬ আগস্ট) হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনার পাশাপাশি কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টায় ঘূর্ণিঝড় ‘আম্পিল’ পূর্বাঞ্চলীয় কান্তো অঞ্চলের টোকিওর কাছের চিবা প্রদেশের চোশি শহরের ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

জেএমএ আরও বলেছে, আম্পিল প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলের দিকে বৃহত্তর টোকিওর খুব কাছে এসে পড়তে পারে। প্রচণ্ড বাতাসের কারণে বিভিন্ন ধ্বংসাবশেষের টুকরোর আঘাতে আহত হওয়ার ঝুঁকি আছে। এমনকি চলন্ত ট্রাকও উলটে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আম্পিলের বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে ফুকুশিমা থেকে ৩২৩ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চিবার মোবারা শহর থেকে ১৮ হাজার ৫০০ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের প্রভাবে এরই মধ্যে কান্তোর অন্তত আড়াই হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এয়ারলাইন গ্রুপ এএনএ হোল্ডিংস বলেছে, তারা শুক্রবারের ২৮১টি অভ্যন্তরীণ ও ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করবে। এছাড়া জাপানের বৃহত্তম অভ্যন্তরীণ বিমানবন্দর হানেদা থেকে ৩২ টি ফ্লাইট বাতিল করা হবে।

কেন্দ্রীয় জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও নাগোয়ার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন সারাদিন বন্ধ ছিল। আরও কয়েকটি বুলেট ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে।

এছাড়া, নদী ও সমুদ্র সৈকত থেকে দূরে থাকার জন্য জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।