নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুটিসহ ৫ অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ মোট পাঁচটি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ নিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৫২টি উদ্ধার হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে নরসিংদী ক্যাম্পে সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব উদ্ধার করা অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।
সেনাবাহিনী জানায়, গতকাল জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়। অন্যদিকে গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার ওসি তানভির আহামেদ গ্রহণ করেন।
ওসি তানভির আহামেদ বলেন, আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জেলখানার মোট ৫০টি অস্ত্র উদ্ধার হয়েছে। আজ আরও দুটি অস্ত্র সেনাবাহিনী হস্তান্তর করেছে। এ নিয়ে জেলখানা থেকে লুট হওয়া ৮৫ অস্ত্রের মধ্যে ৫২টি উদ্ধার হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।