মিয়ানমারের সেনা সম্পৃক্ত ২১৬ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ
 
                 
নিউজ ডেস্কঃ
এবার মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ত ২১৬টি অ্যাকউন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে জনগণের মধ্যে বিতর্ক ছড়ানো ও পক্ষপাতদুষ্ট তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে ফেসবুক।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) এক ব্লগপোস্টে ফেসবুক এ তথ্য জানিয়েছে। ফেসবুক জানিয়েছে, এ দুই অভিযোগে ৮৯টি ফেসবুক অ্যাকাউন্ট, ১০৭টি পেজ, ১৫টি গ্রুপ ও ৫টি ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। খবর- রয়টার্স
এর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উস্কে দেয়ার মতো সামাজিক প্রচারণা চালানো হয়। পরে ব্যর্থতায় সমালোচনার মুখে পড়া মিয়ানমারের সেনাপ্রধানসহ কয়েকশ’ অ্যাকাউন্ট বাতিল করে ফেসবুক।
ফেসবুক জানায়, সদ্য বাতিল করা অ্যাকউন্টগুলোতে ভিন্ন উদ্দেশ্যে খবর এবং বিনোদনের কনটেন্ট প্রচার করা হচ্ছিল। এছাড়া অপরাধ, জাতিগত সম্পর্ক, জনপ্রিয় তারকা ও সেনাবাহিনীর মতো জাতীয় এবং স্থানীয় বিষয় নিয়ে পোস্ট দেয়া হচ্ছিল।
