প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের ত্রিপুরায় ৭ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের ত্রিপুরায় ৭ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের ত্রিপুরায় ৭ জনের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

আটচল্লিশ ঘণ্টারও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে হঠাৎ করে বেশ কয়েকটি নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ত্রিপুরাজুড়ে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বন্যায় মৃত সাতজনের মধ্যে একজন খোয়াই, একজন গোমতি এবং পাঁচজন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। এছাড়া গোমতি ও খোয়াই জেলা থেকে দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এদিকে, ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসসহ ২০০টিরও বেশি উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের ৫ হাজার ৬০৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয় দেয়ার জন্য মোট ১৮৩টি ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৪টি ত্রাণশিবির পশ্চিম ত্রিপুরা, ৬৮টি গোমতি, ৩০টি দক্ষিণ ত্রিপুরা, ৩৯টি খোয়াই এবং বাকিগুলো রাজ্যের বিভিন্ন জেলায় স্থাপিত হয়েছে।

ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায় গতকাল (সোমবার) থেকে উল্লেখযোগ্যভাবে উচ্চ মাত্রার বৃষ্টিপাত হয়েছে। যার ফলে হাওড়া, ধলাই, মুহুরি এবং খোয়াই নদীতে পানির স্তর বেড়েছে। আর আগামী দুদিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমানে দিল্লিতে অবস্থান করলেও নিয়মিত পরিস্থিতির পর্যালোচনা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।