ফেনী থেকে পাঁচজনকে হেলিকপ্টারে আনা হলো নিরাপদ স্থানে
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
বন্যাকবলিত ফেনীর পশুরামপুর মডেল স্কুল মাঠ থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে পাঁচজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন- তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন এবং সাইদুর রহমান।
শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, উদ্ধারকৃতদের ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীতে, তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।