জন্মাষ্টমী উদযাপনের নিরাপত্তায় সেনাবাহিনী
নিউজ ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হয়েছে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জন্মাষ্টমীর নানা অনুষ্ঠান ও উপাসনালয়সমূহের বিশেষ নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও নিরাপত্তা জোরদার করেছে, যাকে সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করাই শ্রীকৃষ্ণের শিক্ষা। এই শিক্ষাকে বুকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সোনার বাংলা গড়ে তুলবে এটাই সকলের প্রত্যাশা।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।