চট্টগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুইজনকে আটক করল বিজিবি
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন কর্তৃক অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী সহোদরকে আটক করা হয়েছে।
গত সোমবার রাতে ব্যাটালিয়ন আওতাধীন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত হেয়াকো বিওপি’র সামনের রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সেলিম (২৮) ও মোঃ আব্দুল মালেক মালু (২৮)। উভয়েই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়ার দক্ষিণ হলুদিয়া গ্রামের রজব আলী পুত্র বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর হেয়াকো বিওপিতে কর্মরত সুবেঃ মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত হেয়াকো বিওপি’র সামনের রাস্তার উপর হতে ২জন আসামীসহ ভারতীয় ১০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।
বিজিবি আরো জানায়, আটকৃতদের উদ্ধারকৃত ভারতীয় গাঁজাসহ নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, যেকোন পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।