বন্যা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ৩৩ ক্যাম্পের কার্যক্রম চলমান
নিউজ ডেস্ক
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি ও কোস্টগার্ডের একটিসহ ৩৩টি ক্যাম্পের মাধ্যমে কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী।
দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা ও এনজিওর মোবাইল নম্বর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিক্যাল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিক্যাল টিম বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা প্রদানে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় (২৯ আগস্ট) সশস্ত্র বাহিনী সর্বমোট ৫০৩ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ১ হাজার ৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ৭ হাজার ৯১০ টিন শিশুখাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।