লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার দিচ্ছে সেনাবাহিনী
নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পৌর শহরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুর্গতদের এ খাবার দেওয়া হয়। এ কেন্দ্রে ৬০টি পরিবার আশ্রয় নিয়েছে।
কুমিল্লা সেনানিবাসের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমান খাবার বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।
তিনি জানান, লক্ষ্মীপুরে প্রতিদিন দুটি আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া বন্যা দুর্গতের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে।
লক্ষ্মীপুরে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি। এছাড়া প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।